৩ অক্টোবর, ২০২৩ ২২:০৮

দুই মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

দুই মাদক কারবারি আটক

ফরিদপুরে পৃথক অভিযানে ৯৭ বোতল ফেনসিডিল ও ২২ বোতল বিদেশি মদসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতারের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ঝিনাইদহের বেপারীপাড়া এলাকার বাসিন্দা নাজিবুল হোসেন ওরফে নাজমুল (৫২) ও বরিশালের মুলাদী থানার বাটামারা এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে মো. রাসেল (৩১)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আটক দু’জন পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর