৫ অক্টোবর, ২০২৩ ২২:২৫

'বাংলাদেশে মাদক আর জঙ্গিবাদের ঠাঁই নেই'

জামালপুর প্রতিনিধি:

'বাংলাদেশে মাদক আর জঙ্গিবাদের ঠাঁই নেই'

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করছেন এবং কর্মসংস্থানের পথও তৈরি করে দিচ্ছেন। সেইসাথে বাল্যবিয়ে রোধ এবং নারীদের শিক্ষিত ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিনামূল্যে লেখাপড়ার পাশাপাশি দক্ষতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন। 

তিনি আরো বলেন, জাতির জনকের স্বপ্নের বাংলাদেশে মাদক আর জঙ্গিবাদের কোন ঠাঁই নেই। দেশের যুব সমাজকে মাদক এবং ধর্মের অপব্যাখ্যা দিয়ে যাতে জঙ্গিবাদে জড়াতে না পারে, খুৎবার সময় ইমামদের এ বিষয়ে সচেতনতামূলক বয়ান দিতে হবে। 

বৃহস্পতিবার জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ আয়োজিত বাল্যবিয়ে, জঙ্গি, সন্ত্রাস ও মাদক রোধকল্পে মসজিদের সভাপতি, সম্পাদক ও ইমামগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, হাজি দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর