জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) গাজীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার সকালে চান্দনা চৌরাস্তা আল-নূর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জেটেব গাজীপুর জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ সুলতান হোসেন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন জেটেব কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জিঃ মোঃ ফখরুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জেটেব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ.বি. এম. রুহুল আমীন আকন্দ, সাংবাদিক রাশেদুল হক, বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি বশীর উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুবদল গাজীপুর জেলার সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জেটেব গাজীপুর জেলা শাখার সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মোঃ সুলতান হোসেন শিশির এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফ খান শাহীন।বিডি প্রতিদিন/এএ