চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশনের অদুরে টেংরামারি নামক স্থানে রেললাইনের ওপর লাশ পড়ে ছিল। শুক্রবার রাতের কোনো ট্রেনে তিনি কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
রেলওয়ে পুলিশের চুয়াডাঙ্গা স্টেশন ইনচার্জ এসআই মাসুদ রানা জানান, নিহত ব্যক্তির বয়স অনুমান ৭০ বছর। তার পড়নে ছিল জিনস প্যান্ট ও গায়ে ছিল পাঞ্জাবি। পাঞ্জাবির কয়েক স্থানে ছেড়া ছিল। এলাকার কোনো মানুষ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম