রাজশাহীতে পারিবারিক কলহের জেরে গলায় রশি দিয়ে মা ও ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়ার উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন শান্তনা খাতুন (২৫) ও তার ৫ বছরের শিশু জিহাদ হোসেন। শান্তনা খাতুনের স্বামী জয় পেশায় একজন দিনমজুর।
এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ওই পরিবারের পারবারিক অবস্থা খুব খারাপ। তাদের পরিবারে নানান সমস্যা চলতো বলে শুনেছি। তাই পারিবারিক কলহের জেরে মা ও ছেলে আত্মহত্যা করতে পারে।
তিনি বলেন, লাশ সন্ধ্যায় থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা হলে ময়নাতদন্ত হবে অথবা ইউডি মামলা শেষে লাশ ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত