রাজবাড়ী জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা কৃষক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আবু বককর খানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী বর্ধিত সভাটি উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় না আসলে দেশের চলমান সকল উন্নয়ন বাধাগ্রস্ত হবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাইলে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে।বর্ধিত সভায় গোয়ালন্দ পৌর কৃষক লীগ ও রাজবাড়ী পৌর কৃষক লীগের কমিটি বাতিল করা হয়। পরে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আবুল হোসেন মোল্লাকে দায়িত্ব প্রদান করা হয়।
বর্ধিত সভায় কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, কেন্দ্রীয় কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আ. রাশেদ খান, কেন্দ্রীয় কৃষক লীগের জাতীয় কমিটির সদস্য মো. সোয়েব আকন. অ্যাডভোকেট মো. মোবাশ্বের হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই