২৪ অক্টোবর, ২০২৩ ১৯:০১

এমরান সালেহ প্রিন্সের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

এমরান সালেহ প্রিন্সের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার বিজয়া দশমীতে নিজ গ্রাম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের জনগণকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।

এমরান সালেহ প্রিন্স পূজা মণ্ডপে উপস্থিত হলে পূজা কমিটির সদস্যরা ঢাক ঢোল পিটিয়ে, শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, সিরাজুল ইসলাম শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে তিনি গত ২১ অক্টোবর ধোবাউড়া উপজেলার সদর, বাঘবেড়, গামারীতলা, পুরাকান্দুলিয়া এবং ২২ ও ২৩ অক্টোবর হালুয়াঘাট উপজেলার সদর, ধারা, ধুরাইল, নড়াইল, স্বদেশী, আমতৈল, বিলডোরা, শাকুয়াই ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ও সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর