ঝালকাঠি শহরজুড়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপির দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণার পরপরই রাস্তায় নেমে আসে সরকার দলীয় নেতা কর্মীরা।
শনিবার বিকেলে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি সড়কে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে ঘন্টাব্যাপী রোড-শো করেছে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা।
মোটরসাইকেল মহড়ায় নেতৃত্ব দিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মো. হাফিজ আল মাহমুদ।নেতারা বলেন, 'বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা রাজপথে আছি এবং থাকবো। হরতালের নামে মানুষ হত্যা এবং আগুন সন্ত্রাস বন্ধে জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা রাজপথে আছি এবং থাকব।
বিডি প্রতিদিন/এএম