৬ ডিসেম্বর, ২০২৩ ১৩:৪২

সোনাইমুড়ীতে ফিলিং স্টেশনে অভিযান, লিটারে তেল কম দেওয়ায় জরিমানা

অনলাইন ডেস্ক

সোনাইমুড়ীতে ফিলিং স্টেশনে অভিযান, লিটারে তেল কম দেওয়ায় জরিমানা

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তেল কম দেওয়াসহ নানা অভিযোগে ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিস্পেন্সিং ইউনিট সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। 

বুধবার সোনাইমুড়ী বজরা দিঘীরজান এলাকায় মেসার্স আমিন সিএনজি ফিলিং স্টেশন-এ এ ঘটনা ঘটে। অভিযানকালে বিএসটিআইয়ের নির্ধারিত পরিমাপকযন্ত্রে প্রতি ১০ লিটার অকটেনে ৪৮০ মিলিলিটার কম তেল পাওয়া যায় এবং ডিসপ্লে নস্ট অবস্থায় তেল বিক্রি করছে দেখা যায়। এছাড়াও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগ পাওয়া যায়। 

মোবাইল কোর্ট পরিচালনায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ। এসময় অভিযোগের সত্যতা স্বীকার করায় আমিন সিএনজি ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারায় ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ডিস্পেন্সিং ইউনিট সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে নতুন ডিসপ্লে প্রতিস্থাপন ও মেশিন ক্যালিব্রেশন করে বিএসটিআইয়ের অনুমোদন সাপেক্ষে ডিস্পেন্সিং ইউনিট পুনরায় চালু করা যাবে বলে জানানো হয়।

পরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অর্থদণ্ড তাৎক্ষণিক পরিশোধ করে এবং ভবিষ্যতে এরকম ভুল হবে না বলে স্বীকারোক্তি দেয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর