গাইবান্ধার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উদ্বোধনী দিনে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও শিশু-কিশোরদের মাঝে কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সংগঠন চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল।
সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল, আমিনুল ইসলাম গোলাপ, জহুরুল কাইয়ুম, আমিনুল ইসলাম খোকন, ফারুক শিয়ার চিনু, ময়নুল ইসলাম রাজা, সিরাজুল ইসলাম সোনা, রোজিনা নাহিদ শিমুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকর্মী শাহনাজ আমিন মুন্নি।
অন্যান্য দিনের কর্মসূচির মধ্যে রয়েছে নাটক, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের সম্মাননা প্রদান।
বিডি প্রতিদিন/হিমেল