ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রাসুলা খাতুন (৬০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে। সে সময় রেখা খাতুন ও রোজিনা খাতুন নামের আরো দুই নারী শ্রমিকসহ আহত হয়েছে ৭ জন। নিহত রাসুলা কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়নের বড় সিমলা গ্রামের মৃত কওছার আলীর স্ত্রী।
আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাতটার দিকে কালীগঞ্জ থেকে লেগুনাযোগে ঝিনাইদহ শহরের পাটকলে কাজ করতে যাচ্ছিলেন শ্রমিকেরা। ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সাজোরে ধাক্কা দেয়। এসময় রাস্তার উপর ছিটকিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান রাসুলা। এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজীফ।
বিডি প্রতিদিন/এএ