নানা আয়োজনে নীলফামারীতে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে নীলফামারী সরকারী কলেজ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, উপজেলা পরিষদ, নীলফামারী প্রেসক্লাব, নীলফামারী সরকারী কলেজসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন বধ্যভুমিতে পুষ্পমাল্য অর্পণ করে। পরে সরকারী কলেজ অডিটোরিয়ামে আলোচন সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিদারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চলনা করেন নীলফামারী সরকারী কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক অহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম