বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) আইকিউএসি আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় ‘অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার’ বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোতাহার হোসেন।
দিনব্যাপী প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষন পরিচালনা করেন আইকিউএসির প্রাক্তন পরিচালক ও বর্তমান পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান।
সিটিজেন চার্টারের আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার এবং বিভাগীয়/শাখা প্রধানগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ