বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ফোনের জিডির সূত্র ধরে গত কয়েকদিনে ১০০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ। হারিয়ে যাওয়া ফোনগুলো হাতে পেয়ে প্রকৃত মালিকেরা বলেন, রাজবাড়ী জেলা পুলিশ হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে ব্যাপক তৎপর। প্রতিনিয়ত তারা এই কাজগুলো করেন।
হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে মনিরুল নামে এক ব্যক্তি বলেন, প্রায় ৮ মাস আগে আমার বাসা থেকে ফোন চুরি হয়ে যায়। এরপর থানায় জিডি করি। আমি প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। গত রবিবার আমার ফোন পাওয়া গেছে বলে সদর থানা থেকে জানায়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কাছ থেকে ফোনটি নেওয়ার কথা বলেন থানার এক পুলিশ সদস্য। খুব শখের ফোন ছিল এটি! আমি আমার ফোন হাতে পেয়েছি। আমি সত্যি আনন্দিত।
পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল ফোন হারানো জিডি হয়। সেই জিডি নিয়ে কাজ করে পুলিশের চৌকস টিম। সাইবার ক্রাইম মনিটরিং উক্ত মোবাইলগুলো উদ্ধার করে। প্রকৃত মালিকেরা হারিয়ে যাওয়া ফোনগুলো ফিরে পেয়ে খুশি হয়। হারিয়ে যাওয়া ফোন পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি, আমাদের সাফল্য।
মোবাইল ফোন হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসক) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহাকারী পুলিশ সুপার সুমন কুমার সাহাসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল