কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে কুয়াশার সাথে হিমেল হাওয়ার কারনে প্রচন্ড ঠান্ডা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে জেলায় স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস যা এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা। এর ফলে জেলার শীতার্ত মানুষের ঠান্ডায় কষ্ট বেড়েই চলেছে। বিশেষ করে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ছিন্নমূল খেটে খাওয়া মানুষজন কাজে গিয়ে ঠান্ডায় কাতর হয়ে পড়েছেন।
অপরদিকে, শীতের কষ্ট নিবারণে শীতার্ত অনেক মানুষ ফুটপাতের দোকানে ভিড় করছেন।বিশেষ করে স্বল্প আয়ের মানুষগুলো ঠান্ডা থেকে রেহাই পেতে শীতবস্ত্র কিনতে এসব দোকানে প্রতিদিন আসছেন শীতবস্ত্র কিনতে।জেলা শহরের জর্জকোট মোড়ে ফুটপাতের দোকানে শীতবস্ত্র কিনতে আসা নাজমা বেগম জানান, গত ৪-৫দিন যাবত কুড়িগ্রামে প্রচন্ড শীতে আমাদের অবস্থা খুবই খারাপ। তাই অনেক দুর থেকে পরিবারের সকল সদস্যের জন্য স্বল্প মুল্যের শীতবস্ত্র কেনার জন্য এখানে এসেছি। যেভাবে কুয়াশা ও ঠান্ডা পড়ছে এভাবে থাকলে আমাদের কষ্ট বেড়ে যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ জানান, এ পর্যন্ত জেলায় সরকারিভাবে ৪৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম