সফল প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্বুদ্ধ করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিষয়ে সমাজে ইতিবাচক ধারণার প্রসার ঘটানোর লক্ষে বৃহস্পতিবার গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
গ্রাম বিকাশ কেন্দ্রের শাখা ব্যবস্থাপক (মাইক্রো ফিন্যান্স) মো: মেহেদী হাসানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন মো: গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ ছেযারম্যান মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মোসাদ্দেকুর রহমান, ইউপি সদস্য আজাহার আলী, ইউপি সদস্য,বদিউজজ্জামান বুলু, মো: মোজাম্মেল হক প্রমুখ। স্বাগত বক্তব্য ও উদ্দেশ্য বর্ণনা করেন টেনিক্যাল অফিসার মো: জিয়াউর রহমান। উপস্থাপনা করেন টেকনিক্যাল অফিসার (পুষ্টি), সুরাইয়া আকতার।
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন, গঙ্গাচড়া ও আলমবিদিতর ইউনিয়নের প্রায় ৪৫জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথির বৃন্দের বিচারকমন্ডলী পর্যবেক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সফলতার প্রথম স্থান অধিকার করেন ছবি বেগম, দ্বিতীয় স্থান অধিকার করেন মো: হেলাল উদ্দিন এবং তৃতীয় স্থান অধিকার করেন মো: জাহেদুল ইসলাম। তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং অনুষ্ঠান শেষে গঙ্গাচড়া ইউনিয়নের ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৩টি হুইল চেয়ার, ১টি ট্রাই সাইকেল ও ১টি হেয়ারিং এইড প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ