যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও নাট্যকার মলয় ভৌমিক।
রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডেসহ বিভিন্ন অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, সিন্ডিকেট সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এবং সাংস্কৃতিক জোট বধ্যভূমিতে প্রদীপ প্রজ্বলন করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বিডি প্রতিদিন/এএ