ফরিদপুরের ভাঙ্গায় মেঘলা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের খাঁকান্দা নাজিরপুর গ্রামে ওই গৃহবধূর শ্বশুরর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সাহেবজাদার স্ত্রী এবং সৈয়দ শাহজাহানের পুত্রবধূ।
ভাঙ্গা থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার খুব ভোরে ফজরের নামাজের জন্য ঐ গৃহবধুর শ্বশুর ঘরের বাইরে এলে তিনি ঘরের দরজার সামনে তার পুত্রবধূ মেঘলাকে ঝুলতে দেখে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুর ঝুলন্ত মরদহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক অমিয় মজুমদার বলেন, মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে মেঘলা আক্তার নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম