গত ১১ ডিসেম্বর রাতে খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের অপহৃত ইউপিডিএফ প্রসীত গ্রুপের তিনজন নেতাকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল’র নেতৃত্বে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হচ্ছে ইউপিডিএফ প্রসীত গ্রুপের পানছড়ির সংগঠক নিতী দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও মিলন ত্রিপুরা।
খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অভিযান শুরু করেন। এক পর্যায়ে একটি ঝুম ঘরে হাত ও মুখ বাঁধা অবস্থায় অপহৃতদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আজম জানান, এদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তারা সকলেই সুস্থ ও অক্ষত আছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন