কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকার ছলিম উল্লাহর মেয়ে ও মোঃ ইসমাইলের স্ত্রী মোসাঃ হুমায়রা আক্তার (৩০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোররাতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে টেকনাফ মডেল থানার একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ সাকিনের পলাতক আসামি মৃত আব্দুল মোনাফের ছেলে মোঃ ইসমাইল (৪০) এর বসত ঘরে দীর্ঘ ১ ঘণ্টা অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য আসামি হুমায়রা আক্তারকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত ও দখল থেকে বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী চক্রের আরও ২ জন অজ্ঞাতনামা আসামি সু-কৌশলে পালিয়ে যায়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, সংঘবদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক কারবারী চক্রের পলাতক সদস্যদেরকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ