পাবনার চাটমোহরে নিখোঁজের পরের দিন রাস্তার পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গুয়াখড়া বেনি তালুকদারের মোড়ের পাশের একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তির নাম রেজাউল করিম (৪১), তিনি চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া এলাকার আফজাল প্রামানিকের ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের ছেলে ছেলে রাসেল প্রামাণিক বলেন, বাবা বৃহস্পতিবার রাতে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সকাল পর্যন্ত বাড়ি না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরে সকালে গুয়াখড়া বেনি তালুকদারের মোড়ে পুকুরের মতো এক ডোবায় ভ্যানসহ মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে। পরে সেখানে গিয়ে দেখি বাবার দেহ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, শুক্রবার সকালে একটি ডোবা থেকে ভ্যানসহ তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ