নরসিংদীর মাধবদীতে কৃষক আহছানউল্লাহ হত্যায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার মাধবদী শ্যামরায়ের কান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা হত্যার দায় শিকার করে বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি এই এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।
প্রেস বিজ্ঞপ্তি পুলিশ জানিয়েছে, ১৩ ডিসেম্বর ভোরে মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের শ্যামরায়ের কান্দি গ্রামে নিজ বাড়ির কাছে কৃষি জমিতে আহসানুল্লাহ নামক একজন কৃষকের লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যা বলে প্রতীয়মান হওয়ায় নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর নির্দেশনা হত্যার রহস্য উন্মোচনে মাঠে নামে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তি সহায়তায় এবং গোপন সূত্রের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুল করিমকে শ্যামরায়ের কান্দি থেকে গ্রেফতার করে । পরে তার দেয়া তথ্য মতে ঘটনার সাথে জড়িত অপর আসামি শাহীনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনেই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন জানান, ভিকটিমের সাথে তারা ১১ ডিসেম্বর দিবাগত রাতে অপ্রকৃতস্থ যৌনাচরণের একপর্যায়ে ভিকটিমের অস্বাভাবিক আচরণের কারণে উত্তেজিত হয়ে সাথে থাকা চাদর দিয়ে ভিকটিমের শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালতে হত্যার দায় স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/এএ