বরিশালে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এর পরপরই ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
এর আগে সকাল ১০টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করেন তারা।
এদিকে, সকাল ৯টায় বঙ্গবন্ধু উদ্যানে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীতে সালাম ও অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। পরে মনোজ্ঞ শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধকালীন ডিসপ্লে প্রদর্শন করে।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন