সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। শনিবার সকালে শহরের ই বি রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের নেতৃত্বে নেতাকর্মীরা এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, বিএনপির নেতা অ্যাডভোকেট রফিক সরকার, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, অ্যাডভোকেট দুলাল ও জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক সংসদ রোমানা মাহমুদ সংক্ষিপ্ত বক্তব্য বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু দেশের মানুষ সেই স্বাধীনতা ভোগ করতে পারছে না। মানুষের বাক স্বাধীনতা নেই। দেশে গণতন্ত্র নেই। তাই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে রাজনীতির মাঠে নেমেছি।
বিডি প্রতিদিন/এমআই