হবিগঞ্জে যথাযথ মর্যাদায় ৫২তম মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার আক্তার হোসেন প্রথমে শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সকাল ৮টায় স্থানীয় জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার আক্তার হোসেন কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
মুক্তিযোদ্ধা, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার, বিএনসিসি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ ছাড়াও দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, খেলাধুলা, আলোচনা সভা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/এমআই