যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতি সৌধে শনিবার সকালে সূর্যদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ, বিভিন্ন সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম পুষ্পাঞ্জলি অর্পন করেছেন।
শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের (হবিগঞ্জ- মৌলভীবাজার) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলা উদ্দিন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার-৩ আসনে এবারের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, মৌলভীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, শরীরচর্চা সোসাইটি, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, মৌলভীবাজার আইনজীবি সমিতি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা সমবায় অফিস, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ইম্পিরিয়েল কলেজ, হোয়াইট পার্ল শিক্ষা পরিবার, মৌলভীবাজার বিআরটিএ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতি সৌধ প্রঙ্গণে।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।
বিডি প্রতিদিন/এএম