বিজয় দিবস উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। দীর্ঘদিন হরতাল ও অবরোধে পর্যটক শূন্য কুয়াকাটা এখন পর্যটকদের ভিড়ে মুখরিত হওয়ায় হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে।
কুয়াকাটা সৈকত ঘুরে দেখা গেছে, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকেই প্রিয়জনের সঙ্গে সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের এমন ভিড়ে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ। আগতদের নিরাপত্তা দিতে ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।
পর্যটক ইসমাইল শামীমা দম্পত্তি বলেন, বিজয় দিবস উপলক্ষে তারা কুয়াকাটা এসেছেন। এখানকার পরিবেশ ও মানুষজন দেখে তাদের ভালোই লেগেছে। অপর এক পর্যটক রাসেল শরিফ বলেন, বন্ধুদের সাথে কুয়াকাটায় এসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কেটেছি। আর সবাই মিলে আনন্দ করেছি।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, দীর্ঘদিন পর গত শুক্র ও শনিবার কুয়াকাটায় বেশ ভালই পর্যটক এসেছে। এভাবে পর্যটক আসতে থাকলে পূর্বের লোকসান কাটিয়ে উঠতে পারা যাবে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে ট্যুরিষ্ট পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ