দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক প্রদান করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৭ জন প্রার্থী।
গোপালগঞ্জ-১ আসনের পাঁচ প্রার্থী হলেন মুহাম্মদ ফারুক খান (আওয়ামী লীগ,নৌকা), অ্যাভোকেট সহিদুল ইসলাম মোল্যা (জাতীয় পার্টি, লাঙ্গল), মো: কাবির মিয়া (স্বতন্ত্র, ঈগল), জাহিদুল ইসলাম (তৃণমূল বিএনপি, সোনালী আঁশ) ও শেখ মো: আব্দুল্লাহ (এনপিপি, আম)।
গোপালগঞ্জ-২ আসনের ছয় প্রার্থী হলেন শেখ ফজলুল করিম সেলিম (আওয়ামী লীগ, নৌকা), কাজী শাহীন (জাতীয় পার্টি, লাঙ্গল), মো. আমিনুল হাসান শাহীন (স্বতন্ত্র, রকেট), মো. জামাল উদ্দিন শেখ (তৃণমূল বিএনপি, সোনালী আঁশ), মো: ফুল মিয়া মোল্লা (জাসদ, মশাল) ও মো. মামুনুর রশীদ (মুক্তি জোট, ছড়ি)।
গোপালগঞ্জ-৩ আসনের ছয় প্রার্থী হলেন শেখ হাসিনা (আওয়ামী লীগ, নৌকা), এম নিজাম উদ্দিন লস্কার (বিএসপি, একতারা), মো. সহিদুল ইসলাম মিন্টু (বাংলাদেশ কংগ্রেস, ডাব), শেখ আবুল কালাম (এনপিপি, আম) সৈয়দা লিমা হাসান (গণফ্রন্ট, মাছ) ও মাহাবুর মোল্লা (জাকের পার্টি, গোলাপ ফুল)।
গোপালগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন শেখ হেলাল উদ্দিন, শেখ সারহান নাসের তন্ময়, মিসেস সম্পা, নির্বাচনী চিফ এজেন্ট সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবুদ্দিন আজমসহ টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন নির্বাচনী চিফ এজেন্ট রনজিত কুমার গামা ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী লিয়াকত আলী।
গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাম্মদ ফারুক খানের পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন তার মেয়ে কানতারা খান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন