দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমেছেন প্রার্থীরা। সোমবার উৎসবমুখর পরিবেশে তাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থী, সমর্থক ও নেতাকর্মীরা দলে দলে আসতে শুরু করেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সাংসদ আশেক উল্লাহ রফিক, আম প্রতীক পেয়েছেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) প্রার্থী মাহাবুবুল আলম, চেয়ার প্রতীক পেয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমান, মিনার প্রতীক পেয়েছেন ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোহাম্মদ ইউনুস, একতারা প্রতীক পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী খায়রুল আমিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমএর প্রার্থী শরীফ বাদশা নোঙর প্রতীক পেয়েছেন। কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন ইমরান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক পেয়ে উচ্ছসিত প্রার্থীরা নির্বাচনে নিজের জয় লাভের প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কক্সবাজার -২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৫১২ জন। এর মধ্যে মহেশখালী উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৪৩৫ জন এবং কুতুবদিয়া উপজেলার ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৭৫ জন।
বিডি প্রতিদিন/এএ