মানিকগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে থেকে শহরের বেউথা সড়কে একটি শোভাযাত্রা বের করা হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি টিটিসিতে গিয়ে শেষ হয়। পরে টিটিসির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মোস্তফিজুর রহমান ও টিটিসির অধ্যক্ষ ফাতেমা নারগিসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ