দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খালিদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক পাওয়ার পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ. এম বদিউজ্জামান সোহাগ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এমআর জামিল হোসাইন(ঈগল) ও জাতীয় পার্টি (এরশাদ) সাজন কুমার মিস্ত্রী(লাঙ্গল) প্রতীকে দুপুর ২ টার পরেই ভোট চেয়ে এলাকায় প্রচার প্রচারণা শুরু করেছেন।
এ ছাড়াও এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম) এর রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), তৃণমূল বিএনপি’র লুৎফুন নাহার রিক্তা (সোনালী আঁশ), এনপিপি’র মো. লোকমান হোসেন (আম), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. বদরুজ্জামান (ছড়ি) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে ভোট প্রার্থনা শুরু করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল