যশোরের ছয় আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। দলীয় প্রার্থীদের প্রতীক আগে থেকেই নিশ্চিত ছিল। স্বতন্ত্র প্রার্থীদের বেশিরভাগই তাদের প্রতীক হিসেবে পেয়েছেন ঈগল, ট্রাক ও কাঁচি।
যশোরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তালিকা অনুযায়ী, যশোর-১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আশরাফুল আলম পেয়েছেন ট্রাক প্রতীক। অপর দুই প্রার্থী আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিনের নৌকা ও জাতীয় পার্টির মো. আক্তারুজ্জামানের লাঙ্গল প্রতীক আগে থেকেই নির্ধারিত ছিল।
যশোর-২ আসনে আওয়ামী লীগের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম পেয়েছেন ট্রাক প্রতীক। আর চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান পেয়েছেন ঈগল প্রতীক। এ ছাড়া দলীয় প্রতীক নৌকা পেয়েছেন মো. তৌহিদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক পেয়েছেন মো. আব্দুল আওয়াল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন মো. ফিরোজ শাহ ও বিএনএফ’র টেলিভিশন প্রতীক পেয়েছেন মো. শামছুল হক।
যশোর-৩ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ঈগল প্রতীক পেয়েছেন। এ ছাড়া দল হিসেবে আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ নৌকা, জাতীয় পার্টির মো. মাহবুব আলম লাঙ্গল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান বটগাছ, তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান সোনালী আঁশ, বিকল্পধারার মো. মারুফ হাসান (কাজল) কুলা, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙ্গর ও ন্যাশনাল পিপলস পার্টির সুমন কুমার রায় আম প্রতীক পেয়েছেন।
যশোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় পেয়েছেন ঈগল প্রতীক। দল হিসেবে জাতীয় পার্টির মো. জহুরুল হক লাঙ্গল, তৃণমূল বিএনপির এম শাব্বির আহমেদ সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মো. ইউনুস আলী মিনার ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল নোঙ্গর প্রতীক পেয়েছেন।
যশোর-৫ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব আলী পেয়েছেন ঈগল প্রতীক। এ ছাড়া দল হিসেবে স্বপন ভট্টাচার্য নৌকা, জাতীয় পার্টির এমএ হালিম লাঙ্গল, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালী আঁশ ও ইসলামী ঐক্যজোটের নূরুল্লাহ আব্বাসী মিনার প্রতীক পেয়েছেন।
যশোর-৬ আসনে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের দুই নেতা প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে এইচএম আমির হোসেন কাঁচি এবং মো. আজিজুল ইসলাম ঈগল প্রতীক পেয়েছেন। এ ছাড়া দল হিসেবে আওয়ামী লীগের মো. শাহীন চাকলাদার নৌকা ও জাতীয় পার্টির জিএম হাসান লাঙ্গল প্রতীক পেয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই