ফরিদপুরের ভাঙ্গায় ইটালি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের দক্ষিণকান্দা গঙ্গাধরদী গ্রাম থেকে গৃহবধূ সুমি আক্তার জান্নাত (১৯) এর লাশ উদ্ধার করে পুলিশ। সুমি আক্তার একই গ্রামের সাবেক সেনাবাহিনীর সদস্য মো. রফিকুল ইসলামের কন্যা এবং ইটালি প্রবাসী শাকিল মাতুব্বরের স্ত্রী।
এ বিষয় সুমি আক্তারের বাবা মোঃ রফিকুল ইসলাম জানান, গত এক বছর আগে একই গ্রামের লোকমান মাতব্বরের ছেলে শাকিল মাতুব্বরের সাথে সুমি আক্তারে বিয়ে দেই। বিয়ের পর থেকেই শাকিল বিদেশে যাওয়ার জন্য ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে। আমি পেনশনের দশ লাখ টাকা উত্তোলন করে জামাতা শাকিলকে দেই। এরপর গত চার মাস আগে শাকিল ইতালি যায়। ইতালি যেতে তার মোট ১৮ লাখ টাকা খরচ হয়। বাকী আরো পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয়। এই নিয়ে শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে মাঝে মধ্যে মারধর করে। রবিবার (১৭ ডিসেম্বর) রাত দশটার দিকে শাকিল এর মা ও তার দুই ভাই রাশেদ ও হান্নান মানসিক নির্যাতন ও মারধর করে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এরপর সুমি আমার বাড়ি এসে তার স্বামী শাকিলের সাথে মোবাইলে ঝগড়া করে। তারপর রাত অনুমানিক ৩টার সময় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ভাঙ্গা পরিদর্শক (তদন্ত) প্রদ্যুৎ সরকার জানান, নিহত সুমির বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম