চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনের নির্বাচনে ১৬ জন প্রার্থীর মধ্যে সোমবার দুপুরে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা রিনার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ডিসি অফিসের সম্মেলন কক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময়ের পর প্রতীক বরাদ্দ দেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ৭ জন প্রার্থী হচ্ছেন- ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (আওয়ামী লীগ) প্রতীক নৌকা, আওয়ামী লীগ বিদ্রোহী সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র), প্রতীক-ট্রাক, আ.লীগ বিদ্রোহী গোলাম রাব্বানী (স্বতন্ত্র), প্রতীক কেটলি, অধ্যাপক আফজাল হোসেন (জাতীয় পার্টি), প্রতীক লাঙ্গল, নুরুল ইসলাম জেন্টু (বিএনএফ) প্রতীক টেলিভিশন, মো. শামসুল হোদা (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট) প্রতীক মোমবাতি এবং আব্দুল হালিম (এনপিপি) প্রতীক আম।
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে ৫ জন প্রার্থী হলেন, মু. জিয়াউর রহমান (আওয়ামী লীগ) প্রতীক নৌকা, আওয়ামী লীগ বিদ্রোহী মু. গোলাম মোস্তফা বিশ্বাস (স্বতন্ত্র) প্রতীক ঈগল পাখি, আব্দুল্লাহ আল মামুন (বাংলাদেশ কংগ্রেস), প্রতীক ডাব, আব্দুর রশীদ (জাতীয় পার্টি) প্রতীক লাঙ্গল এবং আজিজুর রহমান (বিএনএফ) প্রতীক টেলিভিশন।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ৪জন প্রার্থী হচ্ছেন, মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ) প্রতীক নৌকা, মাওলানা আব্দুল মতিন (বিএনএম) প্রতীক নোঙ্গর, নাহিদ আহমেদ (এনপিপি) প্রতীক আম এবং কামরুজ্জামান খাঁন (বিএনএফ) প্রতীক টেলিভিশন।
বিডি প্রতিদিন/এএম