কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারীরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭, ব্লক-এ/৪ এর বাসিন্দা মৃত মীর আহমদের ছেলে কামাল হোসেন (২৪), একই ক্যাম্প ব্লক-এ/৫, এর বাসিন্দা রশিদ আহমেদের ছেলে আব্দু রাজ্জাক (৩৭) ও একই ক্যাম্পের, ব্লক-এ/৫ এর বাসিন্দা মৃত নজির হোসেনের ছেলে কামাল হোসেন (২৮)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি চক্রটি স্থানীয় মাদক কারবারীদের সহায়তায় দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল বলে জানায়। পলাতক অজ্ঞাত মাদক কারবারিদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহসহ গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম