গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধর করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের ঢংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
নিহত স্কুলছাত্রী আরজিনা আক্তার (১৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের বাদল মিয়ার মেয়ে। সে স্থানীয় ধনুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম