কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সরদার মো: মুসতানজীদ পারিবারিক কারণ উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজের ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। তার এ ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে।
ডাক্তার মুসতানজীদ কেতলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৯ তারিখে তার ভাই সরওয়ারদী ফেমাস মারা যায়। ওই ভাই তার নির্বাচনসহ প্রায় সবকিছু দেখভাল করতেন। সে না থাকায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তবে তিনি অন্য কোন প্রার্থীর পক্ষ নেবার ঘোষণা দেননি।
এই আসনে ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনসহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডাক্তার মুস্তানজীদ নির্বাচন না করার ঘোষণা দেয়ায় হাসানুল হক ইনুর সুবিধা হবে বলে মনে করছেন তার নির্বাচনি এজেন্ট জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন। তিনি বলেন, তার নির্বাচনি অফিস আমরা ব্যবহার করবো ও কর্মীরা স্বাচ্ছন্দে আমাদের সঙ্গে কাজ করবে বলে আশা করছি।
অন্যদিকে কামারুল আরেফিনের নির্বাচনি এজেন্ট মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেছেন, ডা. মুস্তানজীদ সাংগঠনিক নয়, পেশাজীবী মানুষ। উনি ফলাফল সম্পর্কে ধারণা করতে পেরেই বসে গেছেন। তার বসে যাওয়ার ঘোষণায় নির্বাচনে কোন প্রভাব পড়বে না।
বিডি প্রতিদিন/এএ