বরিশালে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর দক্ষিণ চকবাজার রোড থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে চকবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় জাহিদ ফারুক বলেন, বরিশালের জনগণ আমাকে ভালবোসে। ৫ বছর আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। জনগণের পাশে থেকেছি। মুষ্টিমেয় কিছু লোক ব্যতীত দলমত নির্বিশেষে সবাই নৌকা নির্বাচিত করবে। নির্বাচিত হতে পারলে আগামী ৫ বছরে বরিশালকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে। এ জন্য বরিশালবাসীর সহযোগিতা চান তিনি।
গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল