যশোর-১ শার্শা আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা ও ট্রাক প্রতীকের চার সমর্থককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার নিজামপুর ও লক্ষণপুর এলাকায় নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগানো, আলোকসজ্জা ও লিফলেট লাগানোর দায়ে চার প্রার্থীর সমর্থককে ওই জরিমানা করা হয়।
শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ওই জরিমানা প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- শেখ আফিল উদ্দীনের নৌকার পক্ষে আলমগীর হোসেন ও শামছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের কর্মী আ. সোবহান ও বাবু।
শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রতীকের সমর্থককে ও ট্রাক প্রতীকের এক সমর্থককে ১১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল