নৌকার প্রার্থীকে ভোট না দিলে প্রতিবন্ধী ভাতা বাতিলের হুমকি দেওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম এবং নৌকার পক্ষে প্রকাশ্যে প্রচারণার অভিযোগে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক ইমন আলীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর আদালতের সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা পৃথক নোটিশে এ আদেশ প্রদান করেন।
নোটিশে ২৮ ডিসেম্বর দুপুর ১২টার মধ্যে তাদেরকে আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিম সরকারি চাকরিজীবী হয়েও নিজে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। এছাড়াও নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলকে ভোট না দিলে বিভিন্ন ভাতাভোগীদের ভাতার কার্ড বন্ধ এবং বাতিলের হুমকি দিয়েছেন তিনি।
আরেক নোটিশে বলা হয়েছে, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক ইমন আলী সরকারি চাকরিজীবী হয়েও এক নির্বাচনি সভায় দেওয়া বক্তব্যে বলেছেন-‘নৌকার জোয়ার দেখে এবং মমিন মণ্ডলের নির্বাচনি সভা দেখে সবার মাথা নষ্ট হয়ে গেছে। আমার নামে অভিযোগ দিয়েও কোনো লাভ হবে না।’ এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। উপরোক্ত কার্যক্রম নির্বাচনি অধিক্ষেত্রের গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং ৮৪ (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়েছে। এ কারণে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে তাদেরকে আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা জানান, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য অনুসন্ধান কমিটি মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত চেষ্টায় নির্বাচন সুষ্ঠু হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত