দলবল নিয়ে দলীয় মার্কা লাঙল ছেড়ে শেরপুর-১ আসনের স্বতন্ত্র (আওয়ামী লীগ, বিদ্রোহী) প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর ট্রাকে উঠার একদিন পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিন। আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্বাক্ষরিত এক চিঠিতে ওই সিদ্ধান্ত জানানো হয়।
গতকাল বিকালে স্বতন্ত্র প্রার্থী ছানুর পক্ষে নির্বাচন করার ঘোষণা দেন ইলিয়াছ। সুদীর্ঘ তিন যুগ জাপার রাজনীতির সাথে যুক্ত চরাঞ্চলের জনপ্রিয় এই জাপার বহিষ্কারের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক প্রবীণ নেতা আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন। তবে খুশি হয়েছেন জাপা মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী সদ্য দলে যোগদান করা জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনির সমর্থকরা।
ইলিয়াছ উদ্দিন বলেন, এই বহিষ্কারাদেশ অবৈধ। অন্যায় এই আদেশের কাছে নতি শিকার করবো না, কেন্দ্রের কাছে ক্ষমাও চাবো না। স্বতন্ত্রের পক্ষে ট্রাক মার্কার নির্বাচন করবো, যা হবার তাই হবে।
বিডি প্রতিদিন/এএ