রংপুরের মিঠাপুকুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার আগে জায়গীর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথসভা জায়গীর আদর্শ স্কুল মাঠে দুপুরে অনুষ্ঠিত হয়। এরপর তিনি সড়ক পথে পীরগঞ্জে জনসভায় যান। জায়গীরের সভাস্থল থেকে ১০ কিলোমিটার দক্ষিণে শঠিবাড়ী হাটে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের সমর্থকেরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সমবেত হয়। বিকেল ৫টার দিকে ট্রাকযোগে জায়গীর বাসস্ট্যান্ড হয়ে বাড়ি ফেরার পথে নৌকার সমর্থকেরা স্বতন্ত্র সমর্থকদের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, সাইদুল ইসলাম (৪৫), শাহিন মিয়া (৩০), জাহাঙ্গীর আলম (৪০), আব্দুল মালেক (৩৫) জমারেজ মিয়া (৪০), জাহজাহান মাস্টার (৫০)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলায় আহত সাইদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর স্বাগত জানিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। জায়গীর বাসস্ট্যান্ডে আসামাত্র লতিবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মন্ডলের নেতৃেত্ব বেশকিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়। এসময় আমাদেরকে বেধরক মারপিট করে তারা।
ট্রাক মার্কার প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, আমার সমর্থকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় নৌকার সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়েছে। আমরা ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করেছি।
এ বিষয়ে নৌকা মার্কার প্রার্থী রাশেক রহমানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
মিঠাপুকুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম