ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমুর পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে জেলার নলছিটি উপজেলার তালতলা বাজারে তার পক্ষে উপজেলা আওয়ামী লীগ নির্বাচনি প্রচারণা চালায়। এ সময় নানা প্রতিশ্রুতি, কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং দোয়া চেয়ে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।
এ সময় নির্বাচনি প্রচারণা করেন আমির হোসেন আমুর সহকারী একান্ত সচিব ও নির্বাচনি সমন্বয়ক মো. মাহমুদ কিরন, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন, নির্বাচন মনিটরিং সেলের সদস্য অ্যাডাভোকেট কাওসার হোসাইন, সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান সিকদার উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত