দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের খোন্তাকাটা ইউনিয়নে পথসভা করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ধানসাগর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকন ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা।
বিডি প্রতিদিন/এএ