বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিএনপির নাশকতা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নুরুল ইসলাম রনিকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। বরগুনা থানায় দায়েরকৃত একটি নাশকতা চেষ্টার মামলায় তিনি এজাহার ভুক্ত আসামি।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ