ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১৬ নামে একটি যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মেঘনা নদীর চাঁদপুর সংলগ্ন আমিরাবাদ নামক এলাকায় একটি কার্গোর ধাক্কায় লঞ্চের পেছনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত লঞ্চটির যাত্রা বাতিল করে অন্য দু’টি লঞ্চে যাত্রীদের তুলে দেয়া হয়।
এমভি সুন্দরবন লঞ্চের কেরানী মো. ইসমাইল জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ৭শ’ থেকে ৮শ’ যাত্রী নিয়ে সদর ঘাট থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর চাঁদপুর এলাকা অতিক্রমকালে ঘন কুয়াশার কবলে পড়ে লঞ্চটি। এসময় ধীর গতিতে গন্তব্যের দিকে যাওয়া হচ্ছিলো। তবে ঘন কুয়াশার মধ্যে একটি কার্গো জাহাজ লঞ্চটির পেছনের অংশের একপাশে সজোরে আঘাত হানে। এতে লঞ্চের পেছনে বড় ফাঁটলের সৃষ্টি হয় ও পানি প্রবেশ করে। এসময় তড়িঘড়ি করে ওই অবস্থায় লঞ্চটি চাঁদপুরের এখলাসপুর ও মোহনপুরের মাঝামাঝি একটি চরে নোঙ্গর করে রাখা হয়। দুর্ঘটনায় আহত ৫ জনকে ওই রাতেই কোস্টগার্ড উদ্ধার করে।
লঞ্চের সুপারভাইজার মো. সিরাজুল ইসলাম জানান, রাতেই দুর্ঘটনাকবলিত লঞ্চটির যাত্রা বাতিল করা হয়েছে। একইসঙ্গে যাত্রীদের অন্য দু’টি লঞ্চে তুলে দিয়ে নিরপদ গন্তব্য পৌঁছে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক