দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল ধরণের মালামাল পৌঁছেছে লক্ষ্মীপুরে। জেলার ৪টি আসনের নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতিও এখন প্রায় সম্পন্ন। আগামীকাল কেন্দ্রে পৌঁছে যাবে এসব মালামাল। আর ভোটের দিন ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে, তবে দুর্গম চরাঞ্চলের ৪টি কেন্দ্রে আগের দিন ব্যালট পাঠানো হবে বলে জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।
এদিকে একই সময়ে জেলার ৪টি আসনের ৪৭৭টি কেন্দ্রের কোন কেন্দ্রই ঝুঁকিপূর্ণ নয় দাবি করে পুলিশ। তবে কিছু কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।
এর আগে সকালে স্থানীয় টাউন হলে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করে জেলা প্রশাসন।
এতে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহেল নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মীর মেজবাহ।
বিডি প্রতিদিন/এএ