২৮ জানুয়ারি, ২০২৪ ২০:৩৩

খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মানিকগঞ্জে বাবুল হোসেন নামে (৩৫) একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত বারটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার বাড়ি সদর উপজেলার মান্তা গ্রামে। সে স্থানীয় মাইনুদ্দিনের সন্তান। 

পারিবারিক সূত্রে জানা  যায়, পনের দিন আগে খেজুরের রস খেয়ে বাবুল নিপাহ ভাইরাসে আক্রান্ত হন।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, গত ১৬ জানুয়ারী বাবুল অসুস্থ হয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। পরের দিন এখান থেকে চিকিৎসক রোগীকে কর্নেল মালেক মেডিকেল কলেজে রেফার্ড করেন। রোগীর স্বজনরা বাবুলকে ঢাকা পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রোগীর শরীরে নিপাহ ভাইরাসের ধরন বুঝে তারা আইডিএইচ রেফার্ড করেন। গত শনিবার রাত বারটার দিকে তিনি মারা যান। নিয়ম মেনে রবিবার তাকে দাফন করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর