৫ মার্চ, ২০২৪ ১৬:০৯

মাটিতে পুঁতে রাখা মাদক জব্দসহ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

মাটিতে পুঁতে রাখা মাদক জব্দসহ মাদক কারবারি গ্রেফতার

গ্রেফতার মাদক ব্যবসায়ী

বিশেষ কায়দায় মাটিতে গর্ত করে লুকিয়ে রেখে মাদক ব্যবসা চালিয়ে আসা অবাইদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৩ দিনাজপুর ইউনিটের সদস্যরা। এসময় তার আধা পাকা বসতবাড়ির ভেতর থেকে মাটির গর্তে লুকানো অবস্থায় ৩৬৪ বোতল বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামের অবাইদুল ইসলামের বাড়ি থেকে এসব মাদক জব্দ করা হয়। ২১৮ বোতল ফেন্সিগ্রিপ, ১০৬ বোতল ফেনসিডিল, ২৫ বোতল এমকেডিল ও ১৫ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। যার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা বলে দাবি র‌্যাবের। আটক অবাইদুল ইসলাম ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়ার মৃত বুদু মণ্ডলের ছেলে।

র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দিনাজপুরের ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর