মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাগুরা-১ আসন থেকে চার বারের নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর সিরাজুল আকবরের নবম মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা করেছে মাগুরা জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে স্মরণ সভায় আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, সূর্যকান্ত বিশ্বাস, মিরুল ইসলাম, শাখারুল ইসলাম শাকিল, আমির ওসমান রানা, মইনুল ইসলাম পলাশ, শেখ রেজাউল ইসলাম, সোহরাব হোসেন সবুজ, ফজলুর রহমান, রিয়াজুল হাসান, নাহিদ খান।
পরে সাবেক সংসদ সদস্য ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর সিরাজুল আকবরের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল